বাঘাইছড়িতে সীপকস’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
 
                 
নিউজ ডেস্ক
রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়িতে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সীমান্ত কল্যাণ সংস্থা (সীপকস) মারিশ্যা উপ-শাখা।
আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি ২০২৫) মানবিক সহায়তার অংশ হিসেবে মারিশ্যা জোন (২৭ বিজিবি) আওতাধীন সীমান্ত পরিবার কল্যাণ সংস্থার পক্ষ থেকে দায়িত্বপূর্ণ এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এদিন বাঘাইছড়ি উপজেলার বটতলী, মধ্যমপাড়া, পশ্চিম মুসলিম ব্লক, তুলাবান, কাচালং বাজার, বাবুপাড়া, বাঘাইছড়ি মুখ এলাকার দুঃস্থ জনসাধারণের মাঝে উপ-শাখা সীপকস, মারিশ্যার সাধারণ সম্পাদিকা কর্তৃক শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত শীতবস্ত্র বিতরণের সময় উপ-শাখা সীপকস এর কোষাধ্যক্ষা ও অন্যান্য সদস্যাগণ উপস্থিত ছিলেন।
সীমান্ত পরিবার কল্যাণ সংস্থা (সীপকস) উপ-শাখা, মারিশ্যা কর্তৃক অতীতেও স্থানীয় জনগণের পাশে থেকে জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও এই কাজের ধারা অব্যাহত থাকবে বলে সাধারণ সম্পাদিকা আশাবাদ ব্যক্ত করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
