পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মিয়ানমার বিষয়ক বিশেষ দূতের বৈঠক

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মিয়ানমার বিষয়ক বিশেষ দূতের বৈঠক

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মিয়ানমার বিষয়ক বিশেষ দূতের বৈঠক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ। রবিবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে জুলি বিশপ বলেন, রাখাইন প্রদেশে যারা বাংলাদেশে অবস্থান করছে, তাদের বাংলাদেশ সহায়তা করছে এবং এ বিষয়ে জাতিসংঘ খুব ভালোভাবে জানে। আমি এখানে এসেছি বাংলাদেশের সঙ্গে কাজ করে একটি সমাধান বের করার জন্য।

রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য মিয়ানমারের ওপর জাতিসংঘ রাজনৈতিক চাপ দেবে কীনা জানতে চাইলে তিনি বলেন, আমার কাজ হচ্ছে মিয়ানমার ইস্যুতে মিয়ানমারের অভ্যন্তরে, প্রতিবেশী দেশগুলোর অংশীদারদের সঙ্গে যোগাযোগ রাখা। এরমধ্যে রয়েছে নিরাপদ, সম্মানজনক, স্বেচ্ছায় রোহিঙ্গাদের রাখাইন প্রদেশে প্রত্যাবাসন। কিন্তু মিয়ানমারে যে জটিল পরিস্থিতি চলছে, এটি মাত্র একটি বিষয়।

আরাকান আর্মির সঙ্গে জাতিসংঘ যোগাযোগ রাখছে কী না জানতে চাইলে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত বলেন, বিশেষ দূত হিসাবে মিয়ানমারে যে সমস্যা চলমান রয়েছে সেটির সমাধানের বিষয়ে আমি সব অংশীদারদের সঙ্গে কথা বলছি।

মিয়ানমার বিষয়ক বিশেষ দূত সোমবার (২৪ ফেব্রুয়ারি) কক্সবাজার সফর করবেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।