রাজবাড়ীতে সেনাবাহিনী কর্তৃক অস্ত্র ও গোলাবারুদসহ সর্বহারা দলের সদস্য ও মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক
রাজবাড়ীতে অভিযান চালিয়ে সর্বহারা দলের সদস্য এবং মাদক ব্যবসায়ী মোক্তার হোসেনকে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করেছে সেনাবাহিনীর সদস্যরা।
আজ মঙ্গলবার মধ্যরাতে রাজবাড়ি সদর উপজেলার উড়াকান্দি এলাকা থেকে আটক করা হয়।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী আর্মি ক্যাম্পের একটি বিশেষ টহল দল রাত পোনে ৩টার দিকে রাজবাড়ি সদর উপজেলার উড়াকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে সর্বহারা দলের একজন সক্রিয় সদস্য এবং মাদক ব্যবসায়ী মোক্তার হোসেন গ্রেফতার হন। তিনি এলাকায় অস্ত্রের দাপট দেখিয়ে চাঁদাবাজি করতেন বলে জানা যায়। গ্রেফতারকৃত মোক্তার হোসেনের বিরুদ্ধে পূর্বে মাদক আইনে মামলা রয়েছে।
অভিযান চলাকালীন তার বাড়ি থেকে ১টি ওয়ান শুটার গান, ৭ রাউন্ড গুলি, ৩০০ গ্রাম গাজা, গাঁজা পরিমাপক যন্ত্র এবং ১টি মোবাইল উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদসহ আসামি মোক্তার হোসেনকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য রাজবাড়ী সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
সেনাবাহিনীর এ অভিযানে স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় এমন উদ্যোগ সাধারণ জনগনের মনে আশার সঞ্চার করেছে বলে জানা যায়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।