চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় চোরাকারবারি আটক
 
                 
নিউজ ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের কিরনগঞ্জ সীমান্তে বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে এক ভারতীয় চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে তাকে আটক করে ৫৯ বিজিবি ব্যাটলিয়ন। রাতে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে বিজিবি।
আটককৃত ভারতীয় চোরাকারবারি ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার দুইশবিঘি গ্রামের ছানাউল শেখের ছেলে জিহাদ শেখ (২১)। এ ঘটনায় আরও এক বাংলাদেশি চোরাকারবারি পালিয়ে যায়। পলাতক চোরাকারবারি হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের তৈমুর হোসেনের ছেলে মো. সুজন মিয়া (২২)।
৫৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানায়, গোয়েন্দা তথ্যের ভিক্তিতে কিরনগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১৭৯ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জমিনপুর এলাকা থেকে ভারতীয় চোরাকারবারি জিহাদ শেখকে আটক করে বিজিবি সদস্যরা। এসময় বাংলাদেশী চোরাকারবারি সুজন মিয়া পালিয়ে যায়। আটককৃত চোরাকারবারির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
