যুদ্ধের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে: লে. জে. (অব.) আমিনুল করিম

নিউজ ডেস্ক
যুদ্ধের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেছেন, রাষ্ট্রপতির সাবেক সামরিক সচিব ড. লে. জে. (অব.) আমিনুল করিম। একটি বেসরকারি গণমাধ্যমের টকশোতে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, মিয়ানমার, আরাকান, রোহিঙ্গা ও সেভেন সিস্টার্স নিয়ে অনেক সমস্যা আছে। এগুলো আমাদের দেশেও অস্থিতিশীল অবস্থা তৈরি করতে পারে৷ তাই আমাদের প্রস্তুত থাকতে হবে যুদ্ধের জন্য।
তিনি বলেন, আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি কিন্ত ভালো না, ভূ-রাজনৈতিক পরিস্থিতিও ভালো না এগুলো মানতে হবে। আমার ধারণা কিছু সন্ত্রাসী ভিতরে ঢুকে গেছে৷ আমাদের কোন কাজ আগাচ্ছে না সঠিকভাবে। পুলিশ ও আমলাতন্ত্র যতটা পারা যায় সংস্কার করতে হবে। নির্বাচন কমিশন চাইলে নিজেরাও সংস্কার করে নিতে পারে৷
আমার মনে হয় জাতীয় নির্বাচন আগে দিয়ে দেয়া উচিত। কারণ স্থানীয় সরকার নির্বাচন অনেক বিস্তৃত একটা জিনিস। এই সরকারের পক্ষে সবকিছু ম্যানেজ করা সম্ভব হবে না। পুলিশ এখনো সক্রিয় না, নির্বাচন নিয়ে তো বছরের পর বছর বসে থাকা যাবে না।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।