বেনাপোলে কোটি টাকার চোরাই পণ্য জব্দ

নিউজ ডেস্ক
বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এক কোটি পাঁচ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি।
বুধবার (৫ মার্চ) সকালে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার রাতে বেনাপোল আইসিপি, বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং শিকারপুর সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, শাড়ি, পাতার বিড়ি, পান মসলা, মোটর পার্টস, কিটক্যাট চকলেট, কসমেটিক্স সামগ্রী এবং অবৈধ পলিথিনসহ একটি ট্রাক জব্দ করে।
এসব চোরাই পণ্য বেনাপোল কাস্টমসের গোডাউনে জমা করা হবে বলে জানান তিনি।
তিনি আরও জানান, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে এসব চোরাই পণ্য বাংলাদেশে আনছে চোরাকারবারিরা। এতে করে সরকার যেমন রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে এবং পাশাপাশি দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।