আলীকদমে ২০ রোহিঙ্গাকে আটকের পর পুশব্যাক
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানের আলীকদম উপজেলার বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারের ২০ নাগরিককে আটকের পর পুশব্যাক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আলীকদম বাস টার্মিনাল এলাকায় মাতামুহুরী পরিবহনের একটি বাস থেকে তাদের আটক করা হয়। তবে আটক কারো নাম ঠিকানা বিস্তারিত পাওয়া যায়নি।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, আলীকদম ব্যাটালিয়নের নায়েব সুবেদার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে কক্সবাজারের চকরিয়াগামী লোকাল বাস মাতামুহুরি পরিবহনে অভিযান চালিয়ে শিশুসহ ২০ জনকে আটক করা হয়। তারা মিয়ানমারের নাগরিক।
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদি বলেন, যাচাই বাছাই শেষে রাতেই ২০ জনকে আলীকদম উপজেলার পৌয়ামুহুরী সীমান্ত দিয়ে মিয়ানমারে পুশব্যাক করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।