ফেনী নদীর কূল থেকে ভারতীয় গরু আটক করল বিজিবির রামগড় ব্যাটালিয়ন

নিউজ ডেস্ক
চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ফেনী নদীর কূল এলাকা থেকে দুটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গতকাল ৮ মার্চ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধীনস্থ কয়লারমুখ বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে এসব গরু আটক করে।
অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মো. সাইফুল ইসলাম।
বিজিবি জানিয়েছে, আটককৃত গরুগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া গেছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নিয়মিত টহল অব্যাহত রয়েছে। এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
প্রসঙ্গত, সীমান্ত এলাকায় প্রায়ই ভারতীয় গরু পাচারের ঘটনা ঘটে। বিজিবি এসব অনিয়ম ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।