রাঙামাটি জেলা পরিষদ পুনর্গঠন কেন অবৈধ নয় জানতে হাইকোটের রুল

নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠন নিয়ে বিতর্কের মাঝে হাইকোর্ট রুল জারি করেছে। আদালত জানতে চেয়েছেন, প্রতিটি উপজেলা থেকে সদস্য না নিয়ে জেলা পরিষদ পুনর্গঠন করা কেন সংবিধান বিরোধী নয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না।
রোববার (৯ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। একই সঙ্গে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রনতী রঞ্জন খীসা ও রাঙাবী তঞ্চঙ্গাকে তাদের দায়িত্ব পালনে বিরত থাকার নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে, রাঙামাটি পার্বত্য জেলার চারটি উপজেলার (জুড়াছড়ি, বরকল, কাউখালী ও রাজস্থলী) জনগণ জেলা পরিষদ পুনর্গঠনের বিরুদ্ধে আন্দোলন করে। তারা অভিযোগ করেন, দশটি উপজেলার সমন্বয়ে জেলা পরিষদ গঠনের নিয়ম থাকলেও এই পরিষদ পুনর্গঠনে তা মানা হয়নি। বরং একক সম্প্রদায়ের আধিপত্য প্রতিষ্ঠা করা হয়েছে এবং একটি পরিবারের একাধিক সদস্য ও হত্যা মামলার আসামিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই পরিস্থিতিতে, চার উপজেলার পক্ষে অ্যাডভোকেট রাজীব চাকমা, জসিম উদ্দিন, পুলিন বিহারী চাকমা ও উথান মারমা হাইকোর্টে রিট দায়ের করেন। রিটকারীদের পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মো. সুলতান উদ্দিন, নিবোলাস চাকমা ও রতন কুমার।
আদালতের এই রুলের ফলে জেলা পরিষদের বর্তমান পুনর্গঠন প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী দিনে সরকার কীভাবে এই বিষয়ে আদালতের সামনে যুক্তি তুলে ধরে, সেটি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।