পানছড়িতে বিজিবির মানবিক উদ্যোগ: ১২০ পরিবারে খাদ্য ও ইফতার বিতরণ
![]()
নিউজ ডেস্ক
পবিত্র মাহে রমজান উপলক্ষে খাগড়াছড়ি জেলার পানছড়িতে বিজিবির লোগাং জোন (৩ বিজিবি) অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ করেছে।
রবিবার (৯ মার্চ) লোগাং জোন (৩ বিজিবি)’র দায়িত্বপূর্ণ এলাকার ১২০টি হতদরিদ্র ও দুস্থ পরিবারের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়।
লোগাং জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. মফিজুর রহমান ভূঁইয়া উপস্থিত থেকে নিজ হাতে এসব খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ করেন।
এ সময় তিনি বলেন,পবিত্র রমজান হলো সংযম, সহমর্মিতা ও কল্যাণের মাস। বিজিবি সবসময় শান্তি ও সম্প্রীতির জন্য কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চলমান থাকবে।
খাদ্য ও ইফতার সামগ্রী হাতে পেয়ে সুবিধাভোগী পরিবারগুলো বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তাদের জন্য দোয়া করেন। স্থানীয় বাসিন্দারা বিজিবির এ মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের মানবিক সহায়তা সমাজে সম্প্রীতি ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।