সেনাবাহিনীর চক্ষু শিবিরে দৃষ্টিশক্তি ফিরে পেলেন ২৬ জন, ৮৬৫ জনকে দেয়া হলো চিকিৎসাসেবা

নিউজ ডেস্ক
দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় চকরিয়া ওয়ার সিমেট্রি এলাকায় সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ বিনামূল্যে চিকিৎসা ও চক্ষু শিবির।
সেনাবাহিনীর উদ্যোগে ঢাকা, চট্টগ্রাম ও রামুর সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে আগত চারজন চক্ষু বিশেষজ্ঞ ৮৬৫ জন রোগীর চোখের চিকিৎসা করেন। বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণের পাশাপাশি ২৬ জন রোগীর ছানি অপারেশনও করা হয়।
সুবিধাবঞ্চিত মানুষদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে শুধু চিকিৎসাই নয়, সেনাবাহিনীর ব্যবস্থাপনায় রোগীদের জন্য ফ্রি খাবার ও যাতায়াত ব্যবস্থাও রাখা হয়।
সফল অপারেশনের পর নতুন দৃষ্টিশক্তি ফিরে পেয়ে রোগীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, সেনাবাহিনীর এ উদ্যোগ দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এক আশীর্বাদ, যা ভবিষ্যতেও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।