জোরারগঞ্জের কয়লারমুখ চেকপোস্টে বিজিবির অভিযানে ১৬৩.০৬ ঘনফুট অবৈধ কাঠ জব্দ

জোরারগঞ্জের কয়লারমুখ চেকপোস্টে বিজিবির অভিযানে ১৬৩.০৬ ঘনফুট অবৈধ কাঠ জব্দ

জোরারগঞ্জের কয়লারমুখ চেকপোস্টে বিজিবির অভিযানে ১৬৩.০৬ ঘনফুট অবৈধ কাঠ জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

অবৈধ পাচার রোধে আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার কয়লারমুখ চেকপোস্টে অভিযান চালিয়ে মালিকবিহীন ১৬৩.০৬ ঘনফুট বিভিন্ন প্রকার কাঠ জব্দ করেছে বিজিবির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।

আজ শুক্রবার (১৪ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কয়লারমুখ চেকপোষ্টে কর্মরত হাবিলদার মোঃ আরমান হোসেনের নেতৃত্বে একটি বিজিবি টহল দল কয়লারমুখ চেকপোস্টের সামনে পরিত্যক্ত অবস্থায় এসব কাঠ জব্দ করে।

উদ্ধারকৃত কাঠের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম বলেন, ‘বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান ও অবৈধ কাঠ পাচার রোধে সদা প্রস্তুত। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। যে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করতে আমরা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছি।’

তিনি আরও বলেন, ‘জাতীয় সম্পদ রক্ষা ও পরিবেশ সুরক্ষায় বিজিবি অগ্রণী ভূমিকা পালন করছে। জনসাধারণের সহযোগিতায় আমরা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করবো।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *