পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনের খাগড়াছড়ি জেলা কমিটি ঘোষনা, নতুন মুখ আসাদ

বামে মোশাররফ হোসেন ও ডানে আসাদ উল্লাহ।
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনের খাগড়াছড়ি জেলা কমিটি ঘোষনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) ১৩১ সদস্য নিয়ে এ কমিটি ঘোষনা করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কমিটির একটি তালিকা দেখে তা নিশ্চিত করা হয়েছে।
কমিটিতে জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বাসিন্দা ও আগের কমিটির সভাপতি মোশাররফ হোসেনকে পুণরায় সভাপতি করা হয়েছে। আর সাধারণ সম্পাদক হিসেবে এসেছে নতুন মুখ। একসময় পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের নেতৃত্বে দেয়া আসাদ উল্লাহকে করা হয়েছে সাধারণ সম্পাদক। কমিটির নতুন সেক্রেটারি আসাদ, এর আগে পার্ব্ত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও পরে পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আর এই কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন দীঘিনালার বাসিন্দা মোঃ মনির হোসেন।
কমিটি ঘোষনার পরপরই সভাপতি, সেক্রেটারিসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দকে ফেসবুকে পোষ্ট করে সংগঠনটির প্রতিষ্ঠাতা আব্দুল ওয়াদুদ ভুইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা গেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।