কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় আতশবাজি জব্দ করল বিজিবি
![]()
নিউজ ডেস্ক
কুমিল্লার বুড়িচংয়ে ৩ কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় অবৈধ আতশবাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৩ই মার্চ) রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাবিলা বাজার এলাকায় অভিযান চালায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। এই সময় ৩ কোটি ৮ লাখ ৮ হাজার টাকার ভারতীয় বিভিন্ন প্রকারের অবৈধ আতশবাজি আটক করা হয়।
বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মহাসড়ক দিয়ে অবৈধ মালামাল পরিবহনের খবরে সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্তের নেতৃত্বে বিজিবি এবং র্যাব সদস্যদের সমন্বয়ে বিশেষ টাস্কফোর্স দল গঠন করা হয়।
টাস্কফোর্সের দলটি কাবিলা বাজার এলাকায় পৌঁছে খোরশেদ আলম সিএনজি/এলপিজি পাম্প সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুরিয়ার সার্ভিসের একটি কার্গো আটকে তল্লাশি করলে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ আতশবাজি পাওয়া যায়।
এসময় ১৪ লাখ ১৫ হাজার ৪০০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ আতশবাজি এবং অবৈধ মালামাল বহনকারী একটি ট্রাকটি জব্দ করা হয়।
শুক্রবার (১৪ মার্চ) দুপুরে জব্দ তালিকা করে বিধি মোতাবেক তা কাস্টমসে জমা দেয়া হয়েছে বলেও জানায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।