রামগড়ে বিজিবির অভিযানে ৪২.২৭ ঘনফুট অবৈধ কাঠ জব্দ

নিউজ ডেস্ক
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অভিযানে খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় থানার ছিনছড়িপাড়া এলাকা থেকে মালিকবিহীন ৪২.২৭ ঘনফুট বিভিন্ন প্রকার কাঠ জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল পোনে ১২টার দিকে ৪৩ বিজিবির রামগড় বিওপিতে কর্মরত নায়েব সুবেদার এসএম খাবিরুজ্জামানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল এসব কাঠ জব্দ করে।
বিজিবি সূত্র জানিয়েছে, আটককৃত কাঠের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম বলেন, বিজিবি দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও অবৈধ কাঠ পাচার রোধে কঠোর অবস্থানে রয়েছে। বিজিবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকের এই কাঠ জব্দ করা হয়েছে।
সীমান্ত অঞ্চলে যে কোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিহত করতে বিজিবি সবসময় প্রস্তুত বলেও জানান তিনি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।