বান্দরবান সেনা জোনের উদ্যোগে ইফতার বিতরণ, দুস্থদের মুখে হাসি
![]()
নিউজ ডেস্ক
পবিত্র মাহে রমজান শুধুমাত্র সিয়াম সাধনার মাস নয়, এটি দান-সদকা, সহমর্মিতা ও মানবতার চর্চার শ্রেষ্ঠ সময়। এ মহান মাসের শিক্ষা হৃদয়ে ধারণ করে বান্দরবান সেনা জোন সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। রমজানজুড়ে প্রতি শুক্রবার ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে আজ শুক্রবার (১৪ মার্চ) শহরের বিভিন্ন স্থানে শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শহরের ট্রাফিক মোড়, মেইন রোড, ট্রাস্ট ব্যাংক এবং বাসস্টেশন সংলগ্ন এলাকায় পথচারী, দিনমজুর, রিকশাচালক ও নিম্নআয়ের মানুষদের হাতে তুলে দেওয়া হয় ১০০ প্যাকেট ইফতার। এই উদ্যোগের মধ্য দিয়ে সেনাবাহিনী একদিকে যেমন তাদের ক্ষুধার কষ্ট লাঘব করেছে, তেমনি রমজানের মানবিক মূল্যবোধের বাস্তব রূপও তুলে ধরেছে।

প্রতিটি ইফতার প্যাকেটে ছিল প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, যা সারাদিনের উপবাস শেষে প্রশান্তির সঙ্গে ইফতার গ্রহণে সহায়তা করেছে। ইফতার বিতরণের সময় অসংখ্য মানুষের মুখে কৃতজ্ঞতার হাসি ফুটে ওঠে, যা এই উদ্যোগের মহত্বকে আরও উজ্জ্বল করে তোলে।
সেনাবাহিনীর এই উদ্যোগ শুধু খাদ্য বিতরণের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি মূলত মানবতার সেবার এক অনন্য দৃষ্টান্ত। অসহায় মানুষের জন্য ভালোবাসা, সহমর্মিতা ও দায়িত্ববোধের যে দৃষ্টান্ত সেনাবাহিনী স্থাপন করেছে, তা সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করবে।

রমজানের পবিত্রতায় উদ্বুদ্ধ হয়ে সমাজের অন্য শ্রেণির মানুষও যদি এই মহতী উদ্যোগের অংশ হয়, তাহলে সত্যিকার অর্থেই এই মাস দানশীলতা ও কল্যাণের প্রতীক হয়ে উঠবে। বান্দরবান সেনা জোন ভবিষ্যতেও মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।