মাগুরায় যৌথ বাহিনীর অভিযান: অবৈধ অস্ত্রসহ তিন অপরাধী গ্রেফতার

মাগুরায় যৌথ বাহিনীর অভিযান: অবৈধ অস্ত্রসহ তিন অপরাধী গ্রেফতার

মাগুরায় যৌথ বাহিনীর অভিযান: অবৈধ অস্ত্রসহ তিন অপরাধী গ্রেফতার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ রবিবার (১৬ মার্চ) ভোররাতে মাগুরা জেলার সদর উপজেলার পারনান্দুয়ালী গ্রামে যৌথ বাহিনীর একটি সফল অভিযান পরিচালিত হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সন্দেহভাজন অপরাধীদের বাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। অভিযানে ২টি শুটার গান, ১টি এয়ার গান, ৭০ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি, ১টি পুলিশের টিয়ার শেল, ৮টি হাত বোমা, ৭টি দেশীয় ধারালো অস্ত্র এবং অন্যান্য বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযানে তিনজন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে, যাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, এবং জনগণকে যে কোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, এ ধরনের অভিযান সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানেরই প্রতিফলন, যা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।