সুনামগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ যুবক আটক

সুনামগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ যুবক আটক

সুনামগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ যুবক আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সুনামগঞ্জের জগন্নাথপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় সাজ্জাদুর রহমান সামি (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) ভোরে ইসহাকপুর গ্রামে তাকে আটক করা হয়। এসময় তার ঘর থেকে ২টি দেশীয় পাইপগান, ১টি এয়ারগান, ২টি চাপাতি, ৮টি ছুরি, ১টি রামদা ও ৬টি ধারালো টেঁটা উদ্ধার করে।

আটক যুবক ওই গ্রামের শাহিনুর রহমানের ছেলে।

সুনামগঞ্জের ছাতক সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শোয়েব আহমদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, সাজ্জাদ একজন দাগী সন্ত্রাসী। সামান্য বিষয়ে তিনি এলাকাবাসীকে ভয়ভীতি দেখিয়ে পেশিশক্তি প্রদর্শন করতেন। এসব অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা তথ্য অনুসারে তার বাড়িতে অভিযান চালিয়ে বসতঘর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

সেনা কর্মকর্তারা জানিয়েছেন, সাজ্জাদ তার ঘরটিকে দেশীয় অস্ত্রাগার হিসেবে ব্যবহার করতেন এবং প্রয়োজন অনুযায়ী অস্ত্র ব্যবহার করতেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।