সেনাপ্রধানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটার্সের সৌজন্য সাক্ষাৎ

“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটার্স। মঙ্গলবার (১৮ মার্চ) সেনাসদরে তিনি সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়। উভয়পক্ষই পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাতের সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।