নানিয়ারচরে সেনাবাহিনীর মানবিক সহায়তা: দরিদ্র পরিবারের মাঝে হাঁস বিতরণ
![]()
নিউজ ডেস্ক
সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের নানিয়ারচর জোন সম্প্রতি দরিদ্র পরিবারের জন্য একটি মানবিক সহায়তা কর্মসূচি শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আজ বুধবার (১৯ মার্চ) বিকাল ৩টায় জোন অধিনায়ক লেঃ কর্নেল তানভীর আহমদ সাদীর নেতৃত্বে পাঁচটি দরিদ্র পরিবারের মাঝে হাঁস, হাঁসের শেড, খাদ্য এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করা হয়।
এ উদ্যোগটি রিজিয়ন কমান্ডারের দিকনির্দেশনায় পরিচালিত হয়, যা মূলত দরিদ্র জনগণের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে করা হয়।
জোন অধিনায়ক লেঃ কর্নেল তানভীর আহমদ সাদীর উপস্থিতিতে বিতরণ কার্যক্রম চলাকালীন, তিনি পরিবারের সদস্যদের সাথে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের স্বাবলম্বী হওয়ার জন্য উৎসাহিত করেন। তিনি বলেন, এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে যাতে এসব পরিবার আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে।
উল্লেখ্য, সেনাবাহিনীর এই উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে একটি ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং তাদের মধ্যে আশা ও বিশ্বাস সৃষ্টি করেছে যে, সেনাবাহিনী শুধু নিরাপত্তা নিশ্চিত করতে নয়, মানবিক সহায়তা দিয়েও জনগণের পাশে আছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।