পানছড়িতে অসহায়দের মাঝে ৩ বিজিবির ইফতার সামগ্রী বিতরণ - Southeast Asia Journal

পানছড়িতে অসহায়দের মাঝে ৩ বিজিবির ইফতার সামগ্রী বিতরণ

পানছড়িতে অসহায়দের মাঝে ৩ বিজিবির ইফতার সামগ্রী বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

গত শুক্রবার (২১ মার্চ ২০২৫) বিকাল ৫টার দিকে খাগড়াছড়ির পানছড়ির হাসান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩ বিজিবি (লোগাং জোন) অসহায় ও দরিদ্র ১২০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে।

এই উদ্যোগের নেতৃত্বে ছিলেন ৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া।

তিনি বলেন, পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বিজিবি বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। সীমান্তে কঠোর নিরাপত্তা রক্ষা করার পাশাপাশি, ভবিষ্যতেও এই ধরনের মানবিক সহায়তার কার্যক্রম অব্যাহত থাকবে।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ৩ বিজিবির স্টাফ কর্মকর্তাগণসহ স্থানীয় সংবাদকর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।