চলতি বছর ৬৮২ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

চলতি বছর ৬৮২ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

চলতি বছর ৬৮২ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মোট ৬৮২ জন ভারতীয়কে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে। যাদের মধ্যে অধিকাংশই অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার চেষ্টা করেছিলেন।

শুক্রবার (৪ এপ্রিল) লোকসভায় এমনই তথ্য জানালেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ।

তিনি জানিয়েছেন, ফেরত পাঠানো ভারতীয়দের মধ্যে অনেককেই সীমান্তে আটকে দেয় সে দেশের নিরাপত্তাবাহিনী। পরে তাদের নথি যাচাইয়ের পর যুক্তরাষ্ট্র থেকে প্রত্যাবাসন করা হয়।

কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, অবৈধ অভিবাসন ও মানব পাচার সম্পর্কিত সমস্যাগুলো নিয়ে ভারত সরকার উদ্বিগ্ন। সমস্যা মোকাবিলায় মার্কিন প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছে সরকার। শুধু তাই নয়, অপরাধমূলক এবং অবৈধ অভিবাসন চক্রের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে জানান কীর্তি।

তিনি জানান, শিক্ষার্থী, পর্যটক ও পেশাদারেরা যাতে আমেরিকায় যাতায়াতে কোনো সমস্যায় ননা পড়েন, সেই দিকেও নরেন্দ্র মোদী সরকার নজর রেখেছে।

মন্ত্রী লোকসভায় বলেন, মার্কিন কর্তৃপক্ষ নির্বাসনের জন্য চিহ্নিত ভারতীয়দের একটি তালিকা ভারত সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে পাঠায়। সেই তালিকা গুরুত্ব সহকারে যাচাই করা হয়।

পাশাপাশি জালিয়াতির দায়ে অভিযুক্ত ট্রাভেল এজেন্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সক্রিয় হয়েছে ভারত সরকার। মানব পাচারচক্রের সঙ্গে এই সব এজেন্টের যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।