বান্দরবানে ৮০ লাখ টাকার আফিমসহ ২ ত্রিপুরা যুবক আটক
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানের রুমা উপজেলায় যৌথ বাহিনী গতকাল ৫ এপ্রিল রাতে একটি সফল অভিযান চালিয়ে ৮০০ গ্রাম নিষিদ্ধ আফিমসহ দুই ত্রিপুরা যুবককে গ্রেফতার করেছে। এই আফিমের বাজারমূল্য প্রায় ৮০ লাখ টাকা বলে জানা গেছে।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন গ্রীরেন্দ্র ত্রিপুরা (৩৮) এবং শক্তি ত্রিমথি ত্রিপুরা (৪৫)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং রোববার সকালে তাদের বান্দরবান জেলা আদালতে পাঠানো হয়েছে।
এমন একটি অভিযান আঞ্চলিক মাদক পাচার চক্রের বিরুদ্ধে এক জোরালো পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে, যেখানে মাদক ব্যবসার সাথে আঞ্চলিক উপজাতি সশস্ত্র দলগুলোর সংশ্লিষ্টতা দীর্ঘদিন ধরে আলোচনার বিষয়। এই সশস্ত্র গোষ্ঠীগুলো তাদের অবৈধ কর্মকাণ্ডের জন্য মাদক পাচারকে একটি শক্তিশালী উৎস হিসেবে ব্যবহার করছে, যা শুধু তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য নয়, বরং অর্থনৈতিক শক্তি সৃষ্টির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আফিম ও অন্যান্য মাদক দ্রব্যের পাচার ও বাণিজ্য এসব গোষ্ঠীকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তুলছে, যা তাদের সশস্ত্র কর্মকাণ্ডকে আরও উৎসাহিত করছে।
মাদক পাচারের সাথে যুক্ত এসব গোষ্ঠী আঞ্চলিক জনমানুষের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। মাদক সেবন ও তার পরিণতিতে সমাজে অপরাধ বৃদ্ধি পাচ্ছে, যুবসমাজে অসুস্থতার প্রসার ঘটছে এবং সাধারণ মানুষের জীবনে অশান্তি তৈরি হচ্ছে। এসব গোষ্ঠী ও তাদের সহযোগী চক্রগুলি শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতিকে বিঘ্নিত করছে না, বরং তাদের অবৈধ ব্যবসার মাধ্যমে দেশের নিরাপত্তাকেও ঝুঁকির মুখে ফেলছে।
এমতাবস্থায়, মাদকবিরোধী অভিযান চালিয়ে এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া প্রয়োজন। মাদক ব্যবসা ও এর সঙ্গে যুক্ত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর দক্ষতা বৃদ্ধি এবং জনসচেতনতা কার্যক্রমের মাধ্যমে এই সমস্যা মোকাবেলা করা সম্ভব। দেশ এবং সমাজের নিরাপত্তা ও উন্নতির জন্য মাদক পাচার ও এর সাথে সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আরো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা একান্ত জরুরি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।