২০২৪ সালের পুরোনো ভিডিও প্রচার করে সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষের সাম্প্রতিক দৃশ্য দাবি

নিউজ ডেস্ক
সম্প্রতি, ঢাকার মোহাম্মদপুরে সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গোলাগুলির দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি সম্প্রতি মোহাম্মদপুরে সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গোলাগুলির কোনো ঘটনার নয় বরং, ২০২৪ সালের জুলাইয়ে কোটা আন্দোলনের সময়কার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি এর ফেসবুক অ্যাকাউন্টে ২০২৪ সালের ২৫ জুলাই প্রকাশিত একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
ভিডিওটির ক্যাপশনে বলা হয়, ‘এখনো পর্যন্ত হাতে পাওয়া, বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সাধারণ ছাত্র-জনতার দিকে গুলি বর্ষণের এটা সবচাইতে স্পষ্ট ফুটেজ। এই ফুটেজে দেখা যাচ্ছে ভারী অস্ত্রে সজ্জিত সেনাবাহিনীর পদাতিক সেনারা বিক্ষোভরত ছাত্র-জনতার প্রতি একজন ম্যাজিস্ট্রেটের নির্দেশে গুলি ছুঁড়েছেন। এখানে সেনাবাহিনীর মেজর পদবীর একজন কর্মকর্তার উপস্থিতি লক্ষ্য করা যায়।
স্থানঃ মোহাম্মদপুর, তারিখঃ ২০শে জুলাই ২০২৪’
সেই সময় একই দাবিতে ভিডিওটি আরও দেখুন ১, ২, ৩।
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয় ২০২৪ সালের ০৮ আগস্ট। অর্থাৎ, এই ভিডিওটি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের নয়।
সুতরাং, ২০২৪ সালের জুলাইয়ে কোটা আন্দোলনের সময়কার ভিডিওকে সম্প্রতি মোহাম্মদপুরে সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গেলাগুলির দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।