ঢাবির বটতলায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের মাসিক সভা অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রাম হতে রাজধানী ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করা, উদ্বুদ্ধ করা, ব্লাড ডোনেশন করা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিভিন্ন সময় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করাসহ শিক্ষা, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার বিভিন্ন পরিবেশে কাউন্সেলিং করার লক্ষ্যে গত ২০১৪ সালে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালগুলোতে অধ্যায়নরত শিক্ষার্থীদের নিয়ে গড়ে উঠা সংগঠন “পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ”র মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় অনুষ্ঠিত সভায় সংগঠনটির বর্তমান সভাপতি ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)’র আইপিই বিভাগের ছাত্র মোঃ মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪র্থ
বর্ষের ছাত্র মোঃ মিনহাজ তৌকির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় রাজস্ব বোর্ডের আঞ্চলিক কর্মকর্তা সভাপতি মোঃ আলমগীর হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ আলাউদ্দীন সহ তিন পার্বত্য জেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বুয়েট-এ অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে সভায় উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বুয়েট এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করে তাদের সহযোগীতা করা, বার্ষিক ম্যাগাজিনের জন্য সকল সদস্যদের তথ্য এবং লেখা সংগ্রহ করা, সংগঠনের অনলাইন মুখপত্র পার্বত্য টিভির বিষয়ে আলোচনাসহ পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের কার্যক্রমকে আরো গতিশীল করতে বিভিন্ন গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।
এছাড়া সূত্রে জানা যায়, ঢাকায় উপজাতির শিক্ষার্থীদের জন্য ছাত্রাবাসের পাশাপাশি বিভিন্ন সংগঠন কর্তৃক বসবাসের ব্যবস্থা করা হলেও পার্বত্য চট্টগ্রামের বাঙালী শিক্ষার্থীদের জন্য তেমন কোনো ব্যবস্থা না থাকায় ভবিষ্যতে ঢাকায় ছাত্রাবাস পরিবার পরিকল্পনা করছে সংগঠনটির নেতৃবৃন্দরা।
প্রসঙ্গত, ২০১৪ সালের ৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় জাতীয় রাজস্ব বোর্ডের আঞ্চলিক কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন ও খাগড়াছড়ি সরকারী কলেজের প্রভাষক মোঃ জাকির হোসেনের নেতৃত্বে সংগঠনটির পথচলা শুরু হয়। উক্ত সংগঠনে বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)’র আইপিই বিভাগের ছাত্র মোঃ মহিউদ্দিন সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র মোঃ মিনহাজ তৌকি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মহা-পরিচালক (অতিরিক্ত সচিব) আবু সৈয়দ মোঃ হাশিম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি বিভাগের প্রকল্প পরিচালক (উপ-সচিব) মোঃ মনির হোসেন, বেসরকারী টেলিভিশন চ্যানেল যমুনা টিভির বার্তা সম্পাদক ফাহিম আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের আঞ্চলিক কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, খাগড়াছড়ি সরকারী কলেজের প্রভাষক মোঃ জাকির হোসেন, চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আরাফাতুর রাকিবসহ অন্যান্যরা পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।