সিরাজগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ, সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা এলাকায় আজ রবিবার (৫ এপ্রিল) দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে এবং চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। গত তিনদিন ধরে এই এলাকায় গ্রুপগুলোর মধ্যে মারামারি চলছিল, যার ফলে সাধারণ মানুষ, ছাত্র-ছাত্রী এবং বৃদ্ধরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হন।
আহত ১০ জনের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হলেও, তারা সকলেই চিকিৎসাধীন আছেন। প্রশাসন জানিয়েছে, এই ঘটনার পর থেকে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
দলগুলোর মধ্যে সংঘর্ষের ফলে ঢিল, ইট-পাটকেল নিক্ষেপ এবং অন্যান্য সামগ্রী ছড়ানোর ঘটনা ঘটে। এসবের মধ্যে সাধারণ জনগণ ভয়াবহ পরিস্থিতির শিকার হয়ে আহত হন। এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করে বলছেন, এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবিলম্বে হস্তক্ষেপের প্রয়োজন ছিল।
এদিকে, ঘটনাস্থলে সেনাবাহিনীর নিয়মিত পেট্রোল ডিউটির দায়িত্বে থাকা লেফটেন্যান্ট তাওহীরের নেতৃত্বে একটি বিশেষ বাহিনী মোতায়েন করা হয়। সেনাবাহিনী, পুলিশ এবং র্যাবের যৌথ অভিযানে পরিস্থিতি শান্ত করা হয়। অভিযান চলাকালে ৪ জনকে আটক করে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির জানান, “আমরা সিরাজগঞ্জের যে কোন এলাকাতেই এই ধরনের বিশৃঙ্খলা নজরদারিতে রাখব এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করব, যাতে সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যায়।”
এদিকে, পরিস্থিতি বর্তমানে শান্ত ও স্বাভাবিক রয়েছে এবং স্থানীয় জনগণ প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন। তবে, ভবিষ্যতে এ ধরনের সংঘর্ষ প্রতিরোধে আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।