বান্দরবানে বিজিবির অভিযানে ২০টি বার্মিজ গরু জব্দ

বান্দরবানে বিজিবির অভিযানে ২০টি বার্মিজ গরু জব্দ

বান্দরবানে বিজিবির অভিযানে ২০টি বার্মিজ গরু জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় বিজিবির ধারাবাহিক অভিযানে ২০টি বার্মিজ গরু জব্দ করা হয়েছে।

গতকাল রবিবার (৬ এপ্রিল) সকালে ১১ ব্যাটালিয়ানের বিজিবির নিয়মিত টহল দল সীমান্ত সড়ক সংলগ্ন হাতিরডিভা নামক স্থানে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে বিজিবির জোয়ানরা সফলভাবে এসব গরু জব্দ করেন।

১১ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস-এর দিকনির্দেশনায়, জারুলিয়াছড়ি বিওপির জোয়ানরা এই অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানের খবর পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। তবে, বিজিবি নিশ্চিত করেছে যে এই অভিযান চলমান থাকবে এবং তাদের পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত রয়েছেন।

এ বিষয়ে বিজিবির এক কর্মকর্তা জানিয়েছেন, জব্দকৃত বার্মিজ গরুদের সিজার ফরম প্রস্তুত করা হয়েছে এবং বিধি মোতাবেক কাস্টমসের মাধ্যমে নিলামে বিক্রি করা হবে। তারা আরও জানান, এই ধরনের অভিযান সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম কমানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই অভিযান বিজিবির সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধের অঙ্গীকারের একটি অংশ হিসেবে লক্ষ্য করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।