বোয়ালখালীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র-মাদকসহ আটক ৪
![]()
নিউজ ডেস্ক
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, মাদক ও গুলিসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী।
সোমবার (৭ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন বোয়ালখালী সেনাক্যাম্প কমান্ডার মেজর রাসেল।
অভিযানে আটককৃতরা হলেন—চরণদ্বীপ ইউনিয়নের মৃত হাসু মিয়ার ছেলে মো. বাবুল মিয়া (৫০), মৃত আফজাল আহম্মদের ছেলে মো. মনজুরুল আলম (৩৭), মৃত আনু মিয়ার ছেলে মো. মুমিন হোসেন (২৪) এবং মো. মুজাহিদের ছেলে মো. বাবুল (৫০) প্রকাশ গ্যাস বাবুল।
অভিযানের সময় তাদের কাছ থেকে ২টি লোকাল গান, ৩ রাউন্ড এ্যামোনিশন (গুলি), ৫৭টি দেশীয় অস্ত্র, ৯টি মোবাইল সেট, ৭৫০ গ্রাম গাঁজা, ২ লিটার চোলাই মদ, ৪ হাজার ৭০০ দিরহাম বৈদেশিক মুদ্রা ও নগদ ৫২ হাজার ৬৭০ টাকা জব্দ করা হয়।
বোয়ালখালী সেনাক্যাম্প কমান্ডার মেজর রাসেল জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ নানা ধরণের অপরাধে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার হয়েছে। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে এসেছে। বর্তমানে এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সেনাবাহিনীর এই অভিযান এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে বলে দাবি স্থানীয়দের।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।