মাগুরা আর্মি ক্যাম্পের সেনাসদস্য কর্তৃক জরুরি ভিত্তিতে রক্তদান: মানবতার এক অনন্য দৃষ্টান্ত

নিউজ ডেস্ক
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে মাগুরা সদর আর্মি ক্যাম্পের কর্তব্যরত দুই সেনাসদস্যের মানবিক সহায়তায় রক্তদানে এক প্রসূতি মা এবং তার দুই ফুটফুটে নবজাতক ছেলের জীবন রক্ষা হয়েছে।
মাগুরা সদর উপজেলার বাসিন্দা মোঃ সজিব হুসাইন (২৮) এক মর্মস্পর্শী পরিস্থিতিতে আর্মি ক্যাম্পে আসেন। যেখানে তিনি জানান যে, তার গর্ভবতী স্ত্রীর জন্য জরুরি ভিত্তিতে দুই ব্যাগ রক্তের প্রয়োজন, যা রাতভর খুঁজেও তিনি সংগ্রহ করতে পারেননি।
এ অবস্থায়, সেনাবাহিনীর সদস্যরা তৎক্ষণাৎ সাহায্যের হাত বাড়িয়ে দেন। মাগুরা সদর আর্মি ক্যাম্পের কর্তব্যপরায়ণ সেনাসদস্যরা অল্প সময়ের মধ্যে রক্তদানের ব্যবস্থা করেন। দুইজন স্বেচ্ছাসেবী সেনাসদস্য দ্রুত একটি টহল দল নিয়ে হাসপাতালে পৌঁছান এবং রক্তদান সম্পন্ন করেন। এই জরুরি রক্তদানেই সম্ভব হয়েছিল গর্ভবতী মায়ের সফল অস্ত্রোপচার এবং মোঃ সজিব হুসাইনের ঘরে জন্ম নেয় দু’টি সুস্থ জমজ পুত্রসন্তান।
বর্তমানে মা ও দুই সন্তান সুস্থ আছেন এবং তাদের জীবন নিরাপদ। এই মানবিক পদক্ষেপের জন্য মাগুরা আর্মি ক্যাম্পের সেনাসদস্যদের প্রতি স্থানীয় জনগণ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের সুরক্ষার ক্ষেত্রেই নয়, বরং মানবতার সেবাতেও এক অক্লান্ত প্রহরী হিসেবে কাজ করছে। সেনাসদস্যদের এই মানবিক সহায়তা তাদের সাহস, কর্তব্যনিষ্ঠা ও মানুষের প্রতি দায়িত্ববোধের চমৎকার উদাহরণ। এই ঘটনা প্রমাণ করে যে, সেনাবাহিনী শুধু যুদ্ধক্ষেত্রে নয়, প্রতিটি জীবন রক্ষার কাজে আত্মত্যাগে সমর্থ।
উল্লেখ্য, মাগুরা আর্মি ক্যাম্পের এই সাহসী ও মানবিক উদ্যোগ সবার জন্য একটি শিক্ষার বিষয়, যা মানবতার প্রতি সেনাবাহিনীর অগাধ ভালোবাসা এবং দায়িত্ববোধের পরিচয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।