মহেশপুর সীমান্তে দুই দিনে আটক ৩৯

মহেশপুর সীমান্তে দুই দিনে আটক ৩৯

মহেশপুর সীমান্তে দুই দিনে আটক ৩৯
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে গত দুদিনে নারী ও শিশুসহ ৩৯ জনকে আটক করেছে বিজিবি। তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছিলেন। আটকদের মধ্যে ২০ জন নারী ও ১৩ জন শিশু রয়েছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৭টায় মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- মাদারীপুরের রাজৈর উপজেলার নাগরদী গ্রামের শুভ বিশ্বাস (২৯), যশোরের অভয়নগর থানার কাদিরপাড়া গ্রামের রিফাত হোসেন (১৯), ঝিকরগাছা উপজেলার সদিরানী গদখালী গ্রামের আল আমিন হোসেন (২৯), গোপালগঞ্জের কোটালীপাড়ার বহুতলী গ্রামের হাফিজুর ইসলাম (৩০), টুংগীপাড়া উপজেলার সালুখা গ্রামের মিঠুন বল্লভ (২৫) এবং একই জেলার কাশিয়ানী উপজেলার পাঁচকাহনীয়া গ্রামের মলোতোষ বিশ্বাস (২১)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত সীমান্তের বিভিন্ন এলাকায় ৫৮ বিজিবির অধীন খোসালপুর, পলিয়ানপুর, বাঘাডাঙ্গা, কুসুমপুর ও শ্রীনাথপুর বিওপি পৃথক অভিযান পরিচালনা করে। এসব অভিযানে ১১ নারী ও আট শিশুকে আটক করা হয়।

এছাড়া মঙ্গলবার সীমান্তের বাঘাডাঙ্গা, জীবননগর, শ্যামকুড় ও শ্রীনাথপুর বিওপির পৃথক অভিযানে ৯ নারী ও ৫ শিশুসহ মোট ২০ জনকে আটক করা হয়।

এদিকে সীমান্তের রাজাপুর বিওপির সুবেদার মো. ভুঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি। অপর এক মাদকবিরোধী অভিযানে যাদবপুর বিওপির সুবেদার মো. ওসমানের নেতৃত্বে ৪৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্য বিজিবির অধীনে রক্ষিত আছে। পরবর্তীতে এসব মাদক ধ্বংস করা হবে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, আটক বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। মামলার মাধ্যমে আটকদের আদালতে সোপর্দ করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।