গুইমারায় সেনা অভিযানে অবৈধ পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

গুইমারায় সেনা অভিযানে অবৈধ পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

গুইমারায় সেনা অভিযানে অবৈধ পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির গুইমারা এলাকায় সেনাবাহিনীর একটি অভিযান থেকে ৮৮ লক্ষ ১৮ হাজার ৬৫০ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

গত ২৫ মার্চ গভীর রাতে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন এমপি চেকপোস্টে সেনাবাহিনীর একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে একটি কুরিয়ারের গাড়ি (ঢাকা মেট্রো উ-১৪০৭৯৯) আটক করে। গাড়িটি খাগড়াছড়ি থেকে ফেনী যাচ্ছিল।

এসময় গাড়িটি তল্লাশি করে অবৈধ ভারতীয় সিগারেট, শাড়ি, আতসবাজি ও অন্যান্য পণ্য পাওয়া যায়। জব্দকৃত পণ্যের মধ্যে ছিল ৪ কাটুন ৯৭টি শাড়ি, ৪ কাটুন আতসবাজি, ৫৪৫০টি টাইগার আতসবাজি, ১৪৬৫টি কিটকাট আতসবাজি, ১৪ কাটুন সিগারেটসহ বিভিন্ন ধরনের সিগারেট। এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ৮৮ লক্ষ ১৮ হাজার ৬৫০ টাকা।

এই অভিযানটি গুইমারা রিজিয়নের স্টাফ অফিসার মেজর মিয়ান সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত হয়।

এদিকে গতকাল ৮ এপ্রিল পর্যন্ত মালিকের সন্ধান না পাওয়ায়, আজ বুধবার (৯ এপ্রিল) দুপুরে সেনাবাহিনী জব্দকৃত সমস্ত মালামাল গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

পুলিশ সূত্রে জানা গেছে, আইনি প্রক্রিয়া শেষে এসব পণ্য খাগড়াছড়ির বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।