উৎসবে মেতেছে পার্বত্য জেলা খাগড়াছড়ি

নিউজ ডেস্ক
উৎসবে মেতেছে পাহাড়ি জনপদ খাগড়াছড়ি। বাদ্যের তালে বর্ণিল পোশাকে হাজারো নারী-পুরুষ বৈসাবি যাত্রায় অংশ নেয়। চৈত্রের প্রখর রোদ উপেক্ষা করে বৈসু, সাংগ্রাই, বিজুর শোভাযাত্রার আয়োজন করে পার্বত্য জেলা পরিষদ।
বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সামনে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।
এসময় রিজিয়ন কমান্ডার পত্নী ফারজানা আক্তার চৌধুরী, ডিজিএফআইয়ের ডেট কমান্ডার কর্নেল আতিকুর রহমান, জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খন্দকার, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।
শোভাযাত্রায় ত্রিপুরা, চাকমা, মারমাসহ পাহাড়ি জনগোষ্ঠীর পাশাপাশি বাঙালি সম্প্রদায়ের মানুষ অংশ নেন। ঐতিহ্যবাহী পোশাকে পরিধান করে নানা বয়সী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ খাগড়াছড়ির শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উৎসবমুখর আয়োজনে মিলিত হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।