পার্বত্য চট্টগ্রামে স্থিতিশীলতা ও উন্নয়নে সাংবাদিকরাও অংশীদারঃ ব্রিগেডিয়ার জেনারেল আমান

পার্বত্য চট্টগ্রামে স্থিতিশীলতা ও উন্নয়নে সাংবাদিকরাও অংশীদারঃ ব্রিগেডিয়ার জেনারেল আমান

পার্বত্য চট্টগ্রামে স্থিতিশীলতা ও উন্নয়নে সাংবাদিকরাও অংশীদারঃ ব্রিগেডিয়ার জেনারেল আমান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি, স্থিতিশীলতা এবং উন্নয়নের ধারায় স্থানীয় সাংবাদিকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মন্তব্য করে সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে, এই অঞ্চলের সাংবাদিকদের কাজের সাথে সরাসরি পরিচিত হওয়া ও তাদের অবদান অনুভব করার সুযোগ হয়েছে তার।

পার্বত্য চট্টগ্রামে স্থিতিশীলতা ও উন্নয়নে সাংবাদিকরাও অংশীদারঃ ব্রিগেডিয়ার জেনারেল আমান

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে খাগড়াছড়ি শহরের আদালত সড়কে অবস্থিত খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য সাক্ষাতে তিনি এই মন্তব্য করেন।

ব্রিগেডিয়ার জেনারেল আমান হাসান বলেন, “পার্বত্য চট্টগ্রামের সার্বভৌমত্ব, সম্প্রীতি এবং সহাবস্থান নিশ্চিতে পেশাদারিত্বের সাথে সংবাদ তুলে ধরার আহ্বান জানাই। সাংবাদিকরা যেভাবে সমাজের প্রতিটি স্তরে তাদের পেশাদার দায়িত্ব পালন করছেন, তা অমূল্য।”

পার্বত্য চট্টগ্রামে স্থিতিশীলতা ও উন্নয়নে সাংবাদিকরাও অংশীদারঃ ব্রিগেডিয়ার জেনারেল আমান

এ সাক্ষাতের মাধ্যমে খাগড়াছড়ি অঞ্চলে কর্মরত সাংবাদিকদের কাজের প্রতি সশস্ত্র বাহিনীর সমর্থন ও সহযোগিতার মনোভাবও আরও দৃঢ় হয়েছে জানিয়ে ব্রিগেডিয়ার জেনারেল আমান হাসান আরও বলেন, “এই ধরনের সম্পর্ক বৃদ্ধি পাওয়ার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের সার্বভৌমত্ব এবং সামগ্রিক উন্নয়ন আরও দৃঢ় হবে।”

এদিকে, পাহাড়ে শান্তি সম্প্রীতি ও উন্নয়ন রক্ষায় সেনাবাহিনীর ঝুঁকি ও দায়িত্ব পালনের প্রশংসা করে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস বলেন, পাহাড়ের সাংবাদিকদেরও নিয়মিত ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। তারপরও পাহাড়ের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন এবং সকল জনগোষ্ঠীর ভাষা, কৃষ্টি-সংস্কৃতি বজায় রাখতে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা রাখছে। পেশাদারিত্ব রক্ষায় সকল সাংবাদিকদের ভেদাভেদ ভুলে ঐক্য বজায় রেখে কাজ করে যাবার আহবান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর কাজী মোস্তফা আরেফিন, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস, সাধারণ সম্পাদক ইশতেয়াক আহম্মেদ নিপু সহ অন্যান্য সদস্য ও পেশাদার সাংবাদিকরা।

পার্বত্য চট্টগ্রামে স্থিতিশীলতা ও উন্নয়নে সাংবাদিকরাও অংশীদারঃ ব্রিগেডিয়ার জেনারেল আমান

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সদস্যরা জানান, “এমন আয়োজন আমাদের কাজের প্রতি সম্মান ও উৎসাহ প্রদান করে। সাংবাদিকতার মাধ্যমে আমরা পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও শান্তির পথে আরও বেশি অবদান রাখতে চাই।”

সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ এই ধরনের সৌজন্য সাক্ষাতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন এবং উভয় পক্ষের মধ্যে সহযোগিতা ও সংলাপের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।