সাংগ্রাই পোয়ে উৎসব ঘিরে বান্দরবানে সেনাবাহিনীর মানবিক সহায়তা

সাংগ্রাই পোয়ে উৎসব ঘিরে বান্দরবানে সেনাবাহিনীর মানবিক সহায়তা

সাংগ্রাই পোয়ে উৎসব ঘিরে বান্দরবানে সেনাবাহিনীর মানবিক সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব সাংগ্রাই পোয়ে উপলক্ষে বান্দরবানে গরীব ও দুস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার (১২ এপ্রিল) সকালে বান্দরবান জোনের মাল্টিপারপাস শেডে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা প্রদান কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম মাহমুদুল হাসান।

সাংগ্রাই পোয়ে উৎসব ঘিরে বান্দরবানে সেনাবাহিনীর মানবিক সহায়তা

এছাড়াও উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর মিঞা মোহাম্মদ মেহেদী হাসান, জোনাল স্টাফ অফিসারবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং সুবিধাভোগীরা।

প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল এ এস এম মাহমুদুল হাসান বলেন,

“সাংগ্রাই পোয়ে কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি পার্বত্য অঞ্চলের ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক। এই আনন্দ সবাইকে ছড়িয়ে দিতে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাশে আছে। এই সহায়তা আমাদের মানবিক দায়িত্ববোধের অংশ, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সাংগ্রাই পোয়ে উৎসব ঘিরে বান্দরবানে সেনাবাহিনীর মানবিক সহায়তা

সূত্র জানায় এই বছর মোট ৩২ জন ব্যক্তি, ৬টি পাড়াবাসী এবং ৬টি সংগঠনকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে অতিথিরা সুবিধাভোগীদের হাতে অনুদান তুলে দেন। উপহার পেয়ে সুবিধাভোগীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উৎসবের আনন্দে সবার অংশগ্রহণে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।