সাংগ্রাই পোয়ে সামনে রেখে আলীকদম সেনা জোনে বিশেষ নিরাপত্তা সভা অনুষ্ঠিত

সাংগ্রাই পোয়ে সামনে রেখে আলীকদম সেনা জোনে বিশেষ নিরাপত্তা সভা অনুষ্ঠিত

সাংগ্রাই পোয়ে সামনে রেখে আলীকদম সেনা জোনে বিশেষ নিরাপত্তা সভা অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের আলীকদমে আসন্ন বৌদ্ধ ধর্মীয় উৎসব সাংগ্রাই পোয়ে উদযাপন উপলক্ষে সেনাবাহিনীর আয়োজনে এক বিশেষ নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১২ এপ্রিল) দুপুরে আলীকদম জোনের ক্যান্টিন সংলগ্ন হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জোনাল স্টাফ অফিসার, আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন কিয়াংঘরের সভাপতি, ভান্তে ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সাংগ্রাই পোয়ে সামনে রেখে আলীকদম সেনা জোনে বিশেষ নিরাপত্তা সভা অনুষ্ঠিত

সভায় সাংগ্রাই পোয়ে উৎসব চলাকালীন সম্ভাব্য নিরাপত্তা চ্যালেঞ্জ ও বিগত বছরগুলোর অভিজ্ঞতার আলোকে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ধর্মীয় উৎসবের আনন্দময় পরিবেশ বজায় রাখতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সেনাবাহিনী ইতোমধ্যে নিয়মিত টহল জোরদার করেছে। পাশাপাশি আপনাদের সহযোগিতা পেলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও দৃঢ়ভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।”

তিনি আরও বলেন, “সন্ত্রাসী ও চাঁদাবাজ সংগঠনসমূহকে কোন ধরনের সহায়তা প্রদান করা যাবে না। আপনারা সময়মতো তথ্য দিয়ে আমাদের সহায়তা করুন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে পাশে রাখুন।”

সাংগ্রাই পোয়ে সামনে রেখে আলীকদম সেনা জোনে বিশেষ নিরাপত্তা সভা অনুষ্ঠিত

সভায় স্থানীয় নেতৃবৃন্দ এবং ভান্তেগণ এলাকায় চলমান সাধারণ সমস্যা তুলে ধরেন, যার প্রেক্ষিতে জোন উপ-অধিনায়ক যুক্তিসঙ্গত নির্দেশনা প্রদান করেন এবং আশ্বাস দেন সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, “আলীকদম জোন শুধু নিরাপত্তা রক্ষায় নয়, পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।”

সভা শেষে সকলের প্রতি—ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে এক হয়ে কাজ করার এবং সাংগ্রাই পোয়ে উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।