পানছড়িতে জগৎ মিত্র চাকমার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার ২নং চেংগী ইউনিয়নের চন্দ্র কার্বারী পাড়ায় এ অভিযান চালানো হয়।
পানছড়ি থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে—চন্দ্র কার্বারী পাড়ার জগৎ মিত্র চাকমার পরিত্যক্ত মাটির ঘরে কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে। এরপর ওসি মো. জসীম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে ওই ঘরটি তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, “ঘটনার বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক সন্ত্রাসীদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।”
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।