সিংড়ায় পশুর হাটে সেনা অভিযান, বন্ধ চাঁদাবাজি

সিংড়ায় পশুর হাটে সেনা অভিযান, বন্ধ চাঁদাবাজি

সিংড়ায় পশুর হাটে সেনা অভিযান, বন্ধ চাঁদাবাজি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নাটোরের সিংড়ায় অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে পশুর হাটে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। গতকাল সোমবার (১৪ এপ্রিল) দুপুরে সিংড়া ফেরিঘাট এলাকায় অবস্থিত পশুর হাটে এই অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, হাট ইজারার সরকারি নির্ধারিত হার ছিল ৫৫০ টাকা। কিন্তু বাস্তবে ৮০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছিল। বিষয়টি নিয়ে অভিযোগ ওঠার পর সিংড়া আর্মি ক্যাম্পের একটি টহল দল হাটে অভিযান চালায়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজরা হাট এলাকা থেকে পালিয়ে যায়।

অভিযান শেষে সেনাবাহিনী ইজারাদারদের সুষ্ঠু নিয়ম অনুসরণে কঠোর নির্দেশনা দেয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।