টেকনাফের ‘হ্যান্ড গ্রেনেড’ নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
 
                 
নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভের পাশের খোলা জায়গায় অবিস্ফোরিত অবস্থায় পাওয়া হ্যান্ড গ্রেনেডটি (হাত বোমা) বিস্ফোরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে রামু সেনানিবাসের ৯ ইঞ্জিনিয়ার্সের বোম ডিপোজাল টিম হ্যান্ড গ্রেনেডটি বিস্ফোরিত করেছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানা ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
তিনি জানান, বুধবার দুপুরের দিকে টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সংলগ্ন খোনকারপাড়ায় নির্মাণাধীন ভবন ওয়েভস পয়েন্ট লিমিটেডের পাশে খোলা জায়গায় পরিত্যক্ত একটি অবিস্ফোরিত অবস্থায় হ্যান্ড গ্রেনেড (বোমা সদৃশ্য) বস্তু খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে রাখে।
পরে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিটকে অবহিত করা হয়েছে। বৃহস্পতিবার ঘটনাস্থলে পৌছে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিধি দলটি বোমাটি নিষ্ক্রিয় করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
