রাঙামাটির কাপ্তাইয়ে ৪১ বিজিবির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাঙামাটির কাপ্তাইয়ে ৪১ বিজিবির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাঙামাটির কাপ্তাইয়ে ৪১ বিজিবির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বর্ণাঢ্য আয়োজনে রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার ওয়াগ্গা জোনে উদযাপিত হয়েছে ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী।

এ উপলক্ষে পুরাে জোন সদরে ছিল সাজ সাজ রব। আজ শনিবার (১৯ এপ্রিল) দুপুরে জোন সদরে উপস্থিত হয়ে ৪১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কাওসার মেহেদীর সঙ্গে সাক্ষাৎ করে অতিথিরা ফুলেল শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে বিজিবির রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন।

উক্ত অনুষ্ঠানে ফিল্ড ইন্টেলিজেন্স গ্রুপ, চট্টগ্রাম কমান্ডার, সেনাবাহিনীর ৫৬ ই বেঙ্গল অধিনায়ক, ১০ আরই ব্যাটালিয়ন অধিনায়ক, অধিনায়ক ৩৫ আনসার ব্যাটালিয়ন, পরিচালক ২ আনসার ব্যাটালিয়ন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার, কাপ্তাই সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার, চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি বক্তব্যে বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামে এ বাহিনীর রয়েছে অবিস্মরণীয় অবদান। প্রতিষ্ঠার পর থেকেই বিজিবি দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষার সুমহান দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করে আসছে।

পরে প্রীতিভোজের মধ্য দিয়ে প্রথমার্ধের অনুষ্ঠানমালা শেষ হয়।

এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওয়াগগা ৪১ বিজিবি জোন প্রশিক্ষণ মাঠ প্রাঙ্গনে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।