চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ৪৫ ভারতীয় মোবাইল জব্দ

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ৪৫ ভারতীয় মোবাইল জব্দ

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ৪৫ ভারতীয় মোবাইল জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্ত থেকে অবৈধ ও চোরাচালানকৃত ৪৫টি ভারতীয় মোবাইল ফোনসহ একজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃত ব্যক্তি হলেন—শিবগঞ্জ উপজেলার কোর্ট বাজার দেওয়ান জাইগীর গ্রামের ফেত্তার হাজীর ছেলে মো. হানজালা (২৫)।

বিজিবির সূত্র থেকে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সকাল ৬টার সময় মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর ইউনিয়নের বাররশিয়া গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একজন ব্যক্তিকে একটি ব্যাগ নিয়ে আসতে দেখা যায়, টহলদলের তার গতিবিধি সন্দেহ হওয়ায় থামার সংকেত দিলে তিনি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু টহলদল তাকে ধাওয়া করে ৪৫টি ভারতীয় মোবাইল ফোনসহ হাতেনাতে আটক করে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসরারুল হক বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকায় ৪৫টি ভারতীয় মোবাইলসহ একজনকে আটক করেছে বিজিবি। আটক আসামির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মোবাইলসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।