বাবুছড়ায় বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

বাবুছড়ায় বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

বাবুছড়ায় বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম বাবুছড়া এলাকায় ৭ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি। আজ সোমবার সকালে দীঘিনালা উপজেলার বাবুছড়া হেলিপ্যাড মাঠে এ কর্মসূচির আয়োজন করে ৭ বিজিবি ব্যাটালিয়ন।

অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাবুছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম রেজাউর রহমান। মেডিকেল ক্যাম্পে সরাসরি চিকিৎসাসেবা প্রদান করেন ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর সুহিল ইবনে আজম।

এই সেবামূলক কর্মসূচিতে প্রায় তিন শতাধিক গরিব, অসহায় ও দুস্থ রোগী বিনামূল্যে চিকিৎসা গ্রহণের সুযোগ পান। পাশাপাশি তাদের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হুমায়ুন করিম, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার সাধারণ মানুষ।

চিকিৎসা নিতে আসা দীঘিনালার রবিধন কার্বারী পাড়ার ৭০ বছর বয়সী মঙ্গল চাকমা বলেন,

“টাকার অভাবে অনেক দিন ডাক্তার দেখানো হয়নি। আজ বিজিবি ডাক্তার দেখিয়ে ওষুধ দিয়েছে, খুব উপকার হয়েছে। বিজিবিকে ধন্যবাদ জানাই।”

বিজিবির এমন মানবিক উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে। এলাকাবাসীর মতে, এ ধরনের কর্মসূচি দুর্গম পার্বত্য অঞ্চলের দরিদ্র জনগণের জন্য অত্যন্ত সহায়ক ও প্রয়োজনীয়।

বিজিবি জানিয়েছে, ভবিষ্যতেও সীমান্ত এলাকার মানুষের জন্য এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।