ঝিনাইদহে পতাকা বৈঠকের পর বাংলাদেশি কিশোরকে ফেরত দিলো বিএসএফ

ঝিনাইদহে পতাকা বৈঠকের পর বাংলাদেশি কিশোরকে ফেরত দিলো বিএসএফ

ঝিনাইদহে পতাকা বৈঠকের পর বাংলাদেশি কিশোরকে ফেরত দিলো বিএসএফ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে এক বাংলাদেশি কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ। ফেরত আসা বাংলাদেশি কিশোরের নাম মিজানুর রহমান (১৬)। তিনি মানিকগঞ্জের হরিরামপুর থানার কালই গ্রামের জিয়াউর রহমানের ছেলে।

সোমবার (২১ এপ্রিল) মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানিয়েছে, সোমবার বিকেল সাড়ে ৬টার দিকে সীমান্ত এলাকায় পতাকা বৈঠক আহ্বান করে বিএসএফ। এতে ১৯৪ ব্যাটেলিয়ন বিএসএফের সুন্দর ক্যাম্পের ইন্সপেক্টর অজিত ও বিজিবির পলিয়ানপুর বিওপির নায়েব সুবেদার সাইফুল ইসলাম নেতৃত্ব দেন।

এসময় বিএসএফ জানিয়েছে, বাংলাদেশি কিশোর মিজানুর রহমান অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করে। বিএসএফ তাকে আটক করে তার পরিচয় শনাক্ত সম্পন্ন করে। পরে বিজিবির কাছে হস্তান্তরের জন্য পতাকা বৈঠক আহ্বান করে বিএসএফ।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, বিএসএফের হাতে আটক বাংলাদেশির বয়স ১৬ বছর। যে কারণে আইনগত বাধ্যবাধকতার কারণে তাকে যশোরের জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।