নেপাল-ভারত সীমান্ত থেকে বাংলাদেশি গ্রেপ্তার

নেপাল-ভারত সীমান্ত থেকে বাংলাদেশি গ্রেপ্তার

নেপাল-ভারত সীমান্ত থেকে বাংলাদেশি গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বৈধ ভিসা এবং পাসপোর্ট ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে ভারত-নেপাল সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে ওই বাংলাদেশিকে ভারতীয় নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার করেছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ৩২ বছর বয়সী ওই বাংলাদেশি নেপাল থেকে ভারতে প্রবেশ করেন। তবে তার কাছে ভিসা এবং পাসপোর্ট ছিল না। তিনি ভারত-নেপাল সীমান্ত অতিক্রম করার পর ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে গ্রেপ্তার হয়েছেন।

দেশটির পুলিশ সুপার সোমেন্দ্র মীনা বলেছেন, অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে সোমবার রাতে ওই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

প্রদীপ কুমার রায় নামের ওই বাংলাদেশে নেপাল থেকে অবৈধ পথে ভারতে প্রবেশ করেন। পরে তাকে নিচলাউল অঞ্চলে ভারতীয় নিরাপত্তা বাহিনী সশস্ত্র সীমা বলের (এসএসবি) সদস্যরা গ্রেপ্তার করেন।

পুলিশ সুপার সোমেন্দ্র মীনা বলেন, গ্রেপ্তারের সময় ওই বাংলাদেশির কাছে কোনও পাসপোর্ট পাওয়া যায়নি। এছাড়া তার কাছে কোনও নথিপত্রও পাওয়া যায়নি।

তিনি বলেন, ওই বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন কি না অথবা ভারতে প্রবেশের পেছনে তার কোনও উদ্দেশ্য আছে কি না, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

দেশটির এই পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারকৃত বাংলাদেশির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এই বিষয়ে ভারতীয় গোয়েন্দা ব্যুরোকে অবহিত করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।