কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর সোশ্যাল মিডিয়ায় মুসলিম গণহত্যার আহ্বান!
![]()
নিউজ ডেস্ক
কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এই ঘটনাটির পর উগ্র হিন্দুত্ববাদীরা সোশ্যাল মিডিয়ায় মুসলিম বিরোধী বক্তব্য প্রচার শুরু করেছে। মাক্তুব মিডিয়ার এক প্রতিবেদন থেকে জানা যায়, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ মুসলিমদের গণহত্যার ডাক ও কাশ্মীরে অর্থনৈতিক বয়কটের আহ্বান জানানো হয়েছে।
মুসলিমদের হাত কেটে নিয়ে লাল চকে ঝুলিয়ে দিন, এই ধরনের ইসলামোফোবিক ঘৃণাত্মক বক্তব্যও শেয়ার করা হয়েছে। এমনকি, তারা বলছে প্রতিটি কাশ্মীরি এই গণহত্যায় জড়িত। এদের সবাইকে একযোগে আক্রমণ করা উচিত।
এছাড়া, দ্য কাশ্মীর ফাইলস-এর মতো রেফারেন্সও ব্যবহার করে কাশ্মিরিদের গণহত্যার আহ্বান জানানো হয়েছে। বিভিন্ন মিথ্যা খবর ও ভুয়া তথ্যও প্রচার করা হচ্ছে, যেমন রোহিঙ্গা ও বাংলাদেশিরা কেন জম্মুতে বসবাস করছে? এমন প্রশ্ন তোলা হচ্ছে।
এক ব্যক্তি মন্তব্য করেন, এটি ভারতের ৭ অক্টোবর। অনেকে আবার জম্মুর জন্য পৃথক শাসন অঞ্চল দাবি করেছেন। এর পাশাপাশি, হামলার স্থানে কেন সামরিক বাহিনী ছিল না, তা নিয়ে সরকারের কাছে প্রশ্ন তোলা হয়েছে।
এই ঘটনা পুরো দেশকে শোকস্তব্ধ করেছে, তবে ঘৃণাত্মক কিছু গোষ্ঠী এই মুহূর্তে মিথ্যা তথ্য ছড়িয়ে মুসলিম বিরোধী প্রচারণা চালাচ্ছে। তারা দাবি করছে, এটি একটি ধর্মীয় যুদ্ধ, মুসলিমদের জনসংখ্যা বাড়ছে, তাই সংঘর্ষও বেড়ে যাচ্ছে।
এদিকে, যখন সরকারের উচিত হামলাকারীদের খুঁজে বের করা, তখন রাজ্য বিজেপির পেজগুলো এআই গিবলি চিত্র শেয়ার করে এমন ক্যাপশন দিয়ে পোস্ট করেছে, তারা ধর্ম চায়, জাতি নয়।
এছাড়া, বেশ কিছু পোস্টে ইসরাইলের উদাহরণ টেনে ভারতের সরকারকে সেই পথ অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। এসব পোস্টে কোনও ধরনের সমবেদনা বা সহানুভূতি ছিল না, বরং মুসলিম বিরোধী প্রচারণা ছড়ানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।