নাটোরে পুকুর কাঁটার মহোৎসবে কৃষি জমি সঙ্কটে, সেনা অভিযানে নিয়ন্ত্রণের সম্ভাবনা
![]()
নিউজ ডেস্ক
নাটোর জেলায় গত এক দশক ধরে চলছে পুকুর কাঁটার মহোৎসব। কৃষি জমি ধ্বংস করে একের পর এক পুকুর খননের ফলে জেলায় কৃষি উৎপাদনে নেমে এসেছে মারাত্মক হুমকি। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, গত ১০ বছরে জেলায় প্রায় ৫ হাজার হেক্টর কৃষি জমি কমে গেছে। এর ফলে চাষাবাদে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা।
কৃষি বিভাগ জানায়, ২০২১ সাল পর্যন্ত নাটোর জেলায় পুকুরের সংখ্যা ছিল ২৭ হাজার ৮৮৭টি। কিন্তু গত চার বছরে পুকুরের সংখ্যা বেড়েছে আরও ৩ হাজার ৪৩৩টি। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত জেলা মৎস্য অফিসের হিসাব অনুযায়ী, বর্তমানে মোট পুকুরের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ৩২০টি। তবে পুকুর খনন যেভাবে বেড়েছে, সেই তুলনায় জেলা প্রশাসনের অভিযানে ছিল স্পষ্ট দুর্বলতা। সংশ্লিষ্ট মহলের মতে, এ বিষয়ে স্থানীয় প্রশাসনের নজরদারি ছিল অনেকটাই ঢিলেঢালা।

তবে চলতি বছরের শুরু থেকে এই অনিয়মের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে সেনাবাহিনী। জেলার ৭টি উপজেলায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে এখন পর্যন্ত ৪১টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে গ্রেফতার করা হয়েছে ১২ জন, জব্দ করা হয়েছে ৬১টি ভেকুর ব্যাটারী, ৩টি ভেকু মেশিন ও ৮১টি ট্রাক্টর। পাশাপাশি জরিমানা আদায় করা হয়েছে ১২ লাখ ৩০ হাজার টাকা।
সেনাবাহিনীর অভিযান শুরু হওয়ার পর থেকেই দিনের বেলায় পুকুর কাটার ঘটনা অনেকাংশে বন্ধ হয়ে গেছে। তবে রাতের আঁধারে এখনো কিছু অসাধু ব্যক্তি পুকুর খননের চেষ্টা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী এখন রাতেও অভিযান পরিচালনা করছে।

কৃষি বিভাগ জানায়, এভাবে গনহারে পুকুর কাটার কারণে এলাকায় পানি সংকট সৃষ্টি হচ্ছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় কৃষিকাজে পানির অভাব প্রকট হয়ে উঠছে, ফলে কৃষকরা পড়ছেন মারাত্মক বিপাকে।
স্থানীয়দের মতে, সেনাবাহিনীর এই উদ্যোগ না থাকলে পুকুর কাঁটার এই বেপরোয়া ধারা থামানো যেত না। প্রশাসনের ব্যর্থতার জায়গাগুলো সেনাবাহিনী দৃঢ়ভাবে পূরণ করছে, যা নাটোরের পরিবেশ, কৃষি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।