বান্দরবানে সেনা অভিযানে কেএনএ সন্ত্রাসীদের আস্তানা থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার

বান্দরবানে সেনা অভিযানে কেএনএ সন্ত্রাসীদের আস্তানা থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার

বান্দরবানে সেনা অভিযানে কেএনএ সন্ত্রাসীদের আস্তানা থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম ডাবল ফলস্‌ এলাকায় রাষ্ট্রবিরোধী সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২০ এপ্রিল (রবিবার) বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের (দি ম্যাজেস্টিক টাইগার্স) আওতাধীন সুংসুংপাড়া আর্মি ক্যাম্প থেকে একটি টহল দল অভিযান পরিচালনা করে। টহল দল দুর্গম পাহাড়ে কেএনএ সন্ত্রাসীদের লুকিয়ে রাখা অস্ত্রভাণ্ডার চিহ্নিত করে তল্লাশি অভিযান চালায় এবং ভারতীয় তৈরি একটি ৪.৫ ক্যালিবার রাইফেল, তিন রাউন্ড গুলি, একটি শট গান, একটি মোটরসাইকেল, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, একটি প্রশিক্ষণ বই ও তিন জোড়া জঙ্গল বুট উদ্ধার করে।

বান্দরবানে সেনা অভিযানে কেএনএ সন্ত্রাসীদের আস্তানা থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার

ধারণা করা হচ্ছে, ইস্টার সানডে উপলক্ষে কেএনএ সন্ত্রাসীরা ছদ্মবেশে পাহাড়ি জনপদে প্রবেশের পূর্বে এসব সরঞ্জাম গোপনভাবে লুকিয়ে রাখে।

অভিযান শেষে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক এক বিবৃতিতে জানান, “বাংলাদেশ সেনাবাহিনী দেশের অখণ্ডতা ও শান্তি রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কেএনএ সন্ত্রাসীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। পাহাড়ে শান্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আভিযানিক তৎপরতা অব্যাহত থাকবে।”

 

বান্দরবানে সেনা অভিযানে কেএনএ সন্ত্রাসীদের আস্তানা থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার

তিনি আরও বলেন, ‘পাহাড়িরাও বাংলাদেশেরই নাগরিক। তাদের নিরাপত্তা, জীবনের নিশ্চয়তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে সেনাবাহিনী বদ্ধপরিকর। পার্বত্য চট্টগ্রামে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে সেনাবাহিনী সদা প্রস্তুত।’

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর এই সফল অভিযান পাহাড়ে সন্ত্রাস দমনে তাদের নিরবচ্ছিন্ন তৎপরতার প্রমাণ। এ অভিযান কেবল অস্ত্র উদ্ধারেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি একটি শক্ত বার্তা—পার্বত্য চট্টগ্রামে শান্তি বিনষ্টের যে কোনো চেষ্টাই কঠোরভাবে দমন করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।