সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
পার্বত্যাঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে। অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কার্যক্রম পরিচালনার কথাও জানানো হয়।
আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে মাটিরাঙ্গা জোন সদরে আয়োজিত মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভায় এসব কথা জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্নেল কৌশিক জাহান। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত ছিলেন নবাগত জোন অধিনায়ক লেঃ কর্নেল ইব্রাহিম আধহাম, উপ-অধিনায়ক মেজর মো. মাসুদ খান, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম, গুইমারা ২৮ আনসার ব্যাটালিয়নের উপ-পরিচালক শেখ কামরুজ্জামান এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা।
এছাড়াও উপস্থিত ছিলেন গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক চৌধুরী, মাটিরাঙ্গা থানার তদন্ত পরিদর্শক হাসিবুল হক, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম বদি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন বন বিভাগের ফরেস্টার মো. তৌহিদুর রহমান লিটন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপতি মো. লোকমান হোসেন, নাগরিক ও নিরাপত্তা কমিটির সভাপতি কৃষিবিদ মো. নুর আলম, মাটিরাঙ্গা ফায়ার স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম এবং বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. জামাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
সভায় পার্বত্য এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও উন্নয়ন কার্যক্রমে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।