খাগড়াছড়িতে অসহায়দের পাশে দাঁড়ালো বাংলাদেশ সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার সকালে সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে এক মানবিক সহায়তা অনুষ্ঠানে এসব সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।
অনুষ্ঠানে চিকিৎসার জন্য ৯ জন অস্বচ্ছল রোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি জিরো মাইল এলাকার এবাদতখানা মেরামতের জন্য সহায়তা, কুমিল্লাটিলা আইডিয়াল হাই স্কুলের শিক্ষক-কর্মচারীদের বেতনভাতার ব্যবস্থা এবং স্বনির্ভরতার লক্ষ্যে এক হতদরিদ্র নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।

রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান জানান, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাহাড়ের অসহায় মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। মানবিক সহায়তার এ কার্যক্রম চলমান থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
এসময় উপকারভোগীরা ছাড়াও পদস্থ সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।