লংগদুতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গামারী কাঠ উদ্ধার

লংগদুতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গামারী কাঠ উদ্ধার

লংগদুতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গামারী কাঠ উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জনপদ রাঙামাটি জেলার লংগদু উপজেলায় রুদ্ধশ্বাস অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গামারী কাঠ উদ্ধার করেছে রাজনগর জোনের (৩৭ বিজিবি) সদস্যরা। শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাহিদ হাসান এর নির্দেশনায় হাবিলদার মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে বিজিবির একটি চৌকস টহলদল লংগদুর জারুলছড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে।

অভিযানে টহলদল জঙ্গলের ভেতর পরিত্যক্ত অবস্থায় ২৭৭ সিএফটি দুষ্প্রাপ্য গামারী কাঠ উদ্ধার করে, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ১৫ হাজার ৫০০ টাকা। উদ্ধারকৃত কাঠের বিবরণেই স্পষ্ট হয়ে উঠছিল পাহাড়ের নির্জন অরণ্যে চালানো ভয়াবহ ধ্বংসযজ্ঞের চিত্র।

বিজিবির তথ্যমতে, চলতি বছর রাজনগর ব্যাটালিয়ন এখন পর্যন্ত ৩১টি দুঃসাহসিক অভিযানে মোট ২২৭৭.৭৩ সিএফটি অবৈধ কাঠ উদ্ধার করেছে, যার সিজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা।

স্থানীয়রা জানান, পাহাড়ের আড়ালে সক্রিয় একটি চোরাকারবারি সিন্ডিকেট গোপনে পাহাড়ি আঞ্চলিক সন্ত্রাসীদের চাঁদা দিয়ে বিলুপ্তপ্রায় বৃক্ষ নিধনে লিপ্ত রয়েছে। তাদের টাকায় পাহাড়ের সবুজ বনানী আজ অস্তিত্ব সংকটে।

রাজনগর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাহিদ হাসান এক বিবৃতিতে বলেন, “অবৈধ কাঠ পাচারের কারণে বনাঞ্চলের ভয়াবহ ক্ষতি হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে বিপর্যস্ত হচ্ছে। বিজিবির নিরলস তৎপরতায় এই চক্রান্ত রুখে দেয়া সম্ভব হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী চোরাপথে কাঠ পাচার করে জাতীয় রাজস্বেরও অপূরণীয় ক্ষতি করছিল।”

তিনি আরও জানান, বিজিবির গোয়েন্দা নজরদারি ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে। সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে রাজনগর ব্যাটালিয়ন সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

বিজিবির এই সফল অভিযানে কাঠ সিন্ডিকেটের ভিত কেঁপে উঠেছে। স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, ধারাবাহিক অভিযানের মাধ্যমে পাহাড় আবারও সবুজে ঢাকা পড়বে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।