নাইক্ষ্যংছড়িতে বিজিবির মানবিক কার্যক্রম: অনুদান, উপবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ

নিউজ ডেস্ক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১১ বিজিবি (নাইক্ষ্যংছড়ি জোন) এর উদ্যোগে গরীব ও মেধাবী শিক্ষার্থীসহ অসচ্ছল জনগণের মাঝে নগদ অর্থ সহায়তা, শিক্ষা উপবৃত্তি, শিক্ষা সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২৮ এপ্রিল ২০২৫) নাইক্ষ্যংছড়ি জোনের ব্যবস্থাপনায় সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে নাইক্ষ্যংছড়ি জোনের আওতাধীন এলাকার গরীব ও দুস্থ পাহাড়ি-বাঙালি জনগণের মাঝে আর্থিক অনুদান, চিকিৎসা সহায়তা, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, সাংগ্রাই ও পানি বর্ষণ উৎসবের জন্য অনুদান এবং ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এছাড়াও, ৩৪ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তি বিতরণ করা হয়। শিক্ষার্থীদের মাঝে ২৫টি স্কুল ব্যাগ ও অন্যান্য শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি, একজন আর্থিকভাবে অসচ্ছল মহিলার কর্মসংস্থানের জন্য একটি সেলাই মেশিন প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস। তিনি আর্থিক অনুদান, শিক্ষা উপবৃত্তি, শিক্ষা সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ করেন।
এসময় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন,
“বিজিবি শুধু সীমান্তের নিরাপত্তাই নিশ্চিত করে না, জনগণের সুখ-দুঃখের সাথেও নিবিড়ভাবে যুক্ত। সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে আমরা সব সময় স্থানীয় জনগণের পাশে থাকতে চাই। এই ধরনের মানবিক কার্যক্রমের মাধ্যমে পাহাড়ি ও বাঙালি জনগণের মধ্যে বন্ধন আরও দৃঢ় হবে বলে আমরা বিশ্বাস করি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জোনের সহকারী পরিচালক মোঃ আল আমিন, বিজিবির অন্যান্য সদস্য, স্থানীয় সাংবাদিক, আগত অতিথি এবং শিক্ষার্থীরা।
উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ি জোনের এই মানবিক কার্যক্রম স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে এবং সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।